চাকরি
TIMES BONG NEWS [বাংলা]
কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২৪ ৯:৫০
পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ রাজ্যের সবথেকে বড় সুপারস্পেশালিটি হাসপাতাল এসএসকেএম এ ফিজিওথেরাপিস্ট পদে চাকরির সুযোগ । এই মর্মে একটি নিয়োগ – বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে SSKM Hospital এর তরফে। নিয়োগ করা হবে কনট্রাকচুয়াল বেসিসে । এর জন্য আগ্রহীদের অফলাইন আবেদন জানাতে হবে।
শূন্যপদ রয়েছে একটি । প্রাথমিক ভাবে এই পদে একবছরের জন্য নিয়োগ হলেও , মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে।
যোগ্যতা: – সংশ্লিষ্ট পদে আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। আবেদনকারীর যে কোনো স্বীকৃত University / institute থেকে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রী থাকতে হবে । পারিশ্রমিক মাসে ২৫০০০টাকা।
কাজের সময় – সকাল ৯ – বিকাল ৫ টা
আবেদনের পদ্ধতি : Application from এর সাথে সম্পূর্ণ বায়োডাটা ( including required testimonials duly attested) পাঠাতে হবে office of the Director, IPGME&R এই ঠিকানায় ২২ শে জুন ২০২৪ এর মধ্যে |
APPLICATION FROM LINK : https://www.ipgmer.gov.in/pdf/notice/notice-10062024.pdf